MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'তিনি আর অভিনয় করবেন না' নাটকে মোশাররফ

In নাটক ও টেলিফিল্ম - Aug 11 at 5:05pm
'তিনি আর অভিনয় করবেন না' নাটকে মোশাররফ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মোশাররফ মানেই নাটকে ভিন্ন কিছু। হাসি তো থাকবেই। বলা যায়, তার অভিনয়ের ভঙ্গিই মানুষকে হাসতে বাধ্য করে।

ঈদ, ঈদের বাইরেও এমন অনেক নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। গেল রোজার ঈদেও ভক্তরা তার অনেকগুলো নাটক দেখেছেন।

কোরবানির ঈদের আর এক মাস বাকি। ঈদকে সামনে রেখে পরিচালক আর বি প্রীতম নির্মাণ করেছেন নাটক 'তিনি আর অভিনয় করবেন না'। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। মোশাররফ করিমের বিপরীতে থাকছেন সোনিয়া হোসেন।

এর আগের দুই বছর ঈদে নির্মিত হয়েছে ডেঞ্জারম্যান ও আমি ভিলেন হতে চাই নামের দুটি নাটক। সেখানেও মোশাররফ করিম অভিনয় করেছেন।

নাটকের শুটিং এফডিসিতে। আর নাটকটির বিষয়ও এফডিসিকেন্দ্রিক। নাটকের পুরো শুটিংই সিনেমার আবহে।

নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

তথ্যসূত্রঃ যুগান্তর

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5384
Post Views 936