MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ঈদুল আজহায় নতুন চমক নিয়ে আসছেন বাপ্পী-আঁচল!

In সিনেমা জগৎ - Aug 11 at 4:32pm
ঈদুল আজহায় নতুন চমক নিয়ে আসছেন বাপ্পী-আঁচল!

আসন্ন ঈদুল আজহায় নতুন চমক নিয়ে আসছেন নায়ক বাপ্পী এবং নায়িকা আঁচল। জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বাপ্পী এবং আঁচলের অভিনীত ছবি ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি পাবে।

হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো জুটিবদ্ধ হলেন বাপ্পী ও আঁচল। এর আগে তারা ‘জটিল প্রেম, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘গুন্ডা দ্যা টেররিষ্ট’ছবিগুলোতে জুটিবদ্ধ হয়েছিলেন।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। এতে অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ। ঈদে আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সেগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার মত উপাদান রয়েছে ‘সুলতানা বিবিয়ানা’য়। সিনেমাটির গল্প নাকি একদমই স্বতন্ত্র এবং মৌলিক। লিখেছেন ফারুক হোসেন। আগামী ঈদে সারাদেশের ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছেন প্রযোজক-পরিচালক।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 425