MysmsBD.ComLogin Sign Up

কে হচ্ছেন সানি লিওনের ভাবি?

In বিবিধ বিনোদন - Aug 11 at 4:05pm
কে হচ্ছেন সানি লিওনের ভাবি?

বলিউড অভিনেত্রীদের খুঁজতে গুগল সার্চে শীর্ষে আছেন সানি লিওন। সাবেক এই পর্নস্টার তার বড় ভাই সুদীপকে নিয়ে অনেক কথা বলেন। তিনি পেশায় শেফ। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ইতিমধ্যে প্রেমিকার সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে তার। খুব শিগগিরই ভাবি পেতে চলেছেন সানি।

লিওন জানান, ভাইকে খুশি দেখতে তিনি সবকিছু করতে পারেন। ভাইকে আমার পরিকল্পনা তাই যা সে নিজের জন্য পরিকল্পনা করেছে। ভাই তার গন্তব্য নিজে ঠিক করে নিয়েছেন এবং তার স্বপ্নই আমার স্বপ্ন।

সম্প্রতি সানির শেফ ভাই সুদীপ ভোহরা আঙটি পরিয়েছেন ফ্যাশন স্টাইলিস্ট ও ওয়ারড্রোব কনসালটেন্ট কারিশমা নাইড়ুকে। সানির মতে, এই মেয়েটিই ভাইয়ের জন্য সঠিক মানুষ। তাদের বিয়ে সফল হবে বলে আশা প্রকাশ করেন সানি। ঠিক যেমনভাবে ডেনিয়েল ওয়েবারের সঙ্গে তার বিবাহিত জীবন সফল হয়েছে।

তথ্যসূত্রঃ ব্যান্ড বাজা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6704
Post Views 462