MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

বিয়ে করছেন সোনাক্ষী সিনহা?

In বিবিধ বিনোদন - Aug 11 at 12:42pm
বিয়ে করছেন সোনাক্ষী সিনহা?

অনেকদিন থেকেই বলিপাড়ায় গুঞ্জন, বান্টি সাচদেভের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী সিনহা। এবার শোনা যাচ্ছে, খুব শিগগির বিয়ে করছেন এ জুটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে বান্টি নাকি সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন। আর সোনাক্ষীও নাকি সময় নষ্ট করেনি। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছেন প্রস্তাবে। এখন তারা তাদের সিদ্ধান্তকে পরিণতি দেওয়ার কথা ভাবছেন। শুধু ভাবছেন তা নয় শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোনাক্ষী সিনহা নাকি এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত হতে চান। এজন্য তার কাজগুলো দ্রুত শেষ করতে চাইছেন তিনি।

বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।

বর্তমানে এআর মুরুগাদোস পরিচালিত আকিরা সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এছাড়া সামনে আসছে তার ফোর্স-টু এবং নূর শিরোনামের দুটি সিনেমা।

তথ্যসূত্রঃ আনন্দবাজার

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6868
Post Views 315