MysmsBD.ComLogin Sign Up

অক্ষয়ের দিনে আয় ১ কোটি

In সিনেমা জগৎ - Aug 11 at 9:51am
অক্ষয়ের দিনে আয় ১ কোটি

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অভিনয় গুণে বহু আগেই দর্শক হৃদয় জয় করে নিয়েছেন তিনি। এখন সিনেমায় কাজ করানোর বিনিময়ে অক্ষয়কে মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয় নির্মাতাদের।

কিন্তু সেই অর্থের পরিমাণ শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন কারণ তাকে প্রতিদিন ১ কোটি টাকা দিতে হয়! এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

‘জলি এলএলবি’ সিনেমার পরবর্তী কিস্তিতে অক্ষয় দিন প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। তার মানে সিনেমায় অক্ষয়ের অংশের শুটিং ৪০-৪৫ দিন লাগলে তাকে ৪০-৪৫ কোটি টাকাই দিতে হবে। শুটিংয়ে সময় যদি আরো বেশি লাগে তবে টাকার অঙ্কও একই হারে বাড়বে। তাই প্রযোজকরাও চেষ্টা করছেন যাতে সময় না বাড়ে।

এতদিন বলিউডে সিনেমা প্রতি পারিশ্রমিক নিতেন অভিনয়শিল্পীরা। কিন্তু ইদানিং সিনেমার লভ্যাংশের একটি অংশ নিয়ে থাকেন তারা। তবে অক্ষয় এবার কিছুটা ভিন্ন পথেই হাঁটছেন।

‘জলি এলএলবি’ সিনেমায় অভিনেতা আরশাদ ওয়ার্সির পরিবর্তে এসেছেন অক্ষয় কুমার। কিছুদিন আগে আরশাদ জানিয়েছেন, এ সিনেমার সিক্যুয়েলে তারই থাকার কথা ছিল। কিন্তু ফক্স স্টার স্টুডিও কোনো একজন বড় স্টারকে চেয়েছিল। যার কারণে বাদ পড়েছেন তিনি।

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6998
Post Views 482