MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শীঘ্রই বাজারে আসছে এলজি ভি২০ স্মার্টফোন!

In মোবাইল ফোন রিভিউ - Aug 11 at 8:46am
শীঘ্রই বাজারে আসছে এলজি ভি২০ স্মার্টফোন!

এলজির ভি২০ স্মার্টফোন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উন্মোচিত হচ্ছে। ভি১০ স্মার্টফোনের উত্তরসূরি ভি২০ স্মার্টফোনই এলজির প্রথম স্মার্টফোন যেখানে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট চলবে। তবে স্মার্টফোনটি উন্মোচনের আগেই এর ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে।

এলজি জানিয়েছে, ভি২০ স্মার্টফোনটি এ বছরের প্রথম দিকে মুক্তি পাওয়া এলজি জি৫ ফ্ল্যাগশিপের মতো মড্যুলার হিসেবে দেখা গেছে। ভি২০ রেন্ডারটি অনলিকসের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনলাইনে ছেড়েছে অ্যান্ড্রয়েড অথরিটি। ছবিতে স্মার্টফোনটির ডান পাশে জি৫ স্মার্টফোনের মতো মডিউল রিলিজ বাটন দেখা গেছে।

তাছাড়া রেন্ডারের নিচের দিকে জি৫ ফ্ল্যাগশিপের মতো রিমুভার মডিউল দেখা গেছে। তবে স্মার্টফোনটির ক্যামেরা একটু উচু দেখা গেছে এবং রেন্ডারটি ডুয়াল ক্যামেরা সেটআপের ইঙ্গিত দিচ্ছে।

সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটি এক প্রতিবেদনে জানায়, হ্যান্ডসেটটি ক্যামেরার দিকে ৮.৮ মিলিমিটার পাতলা হবে।

তাছাড়া সব মিলিয়ে ৭.৭ মিলিমিটার পাতলা হবে।

স্মার্টফোনটি ১৫৯.৫ মিলিমিটার লম্বা এবং ৭৮.১ মিলিমিটার চওড়া।

অ্যান্ড্রয়েড অথরিটি তাদের প্রতিবেদনে জানায়, স্মার্টফোনটি কোয়াড এইচডি রেজ্যুলেশনসহ ৫.৬ অথবা ৫.৭ ইঞ্চি ডিসপ্লেতে বাজারে আসবে। স্মার্টফোনটিতে ৪জিবি র্যামসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ অথবা ৮২১ চিপসেট থাকবে।

তাছাড়া এলজি ভি২০ স্মার্টফোনে ইউএসবি সি-চার্জার থাকবে বলেও দাবি করে সংবাদমাধ্যমটি।

রেন্ডার দেখে মনে হচ্ছে এলজি এর পরবর্তী স্মার্টফোনগুলোতে মড্যুলার ডিজাইনসহ ডুয়াল রিয়ার ক্যামেরা যুক্ত করবে। তাছাড়া বাটন লেআউটেও এটি এলজি জি৫ ফ্ল্যাগশিপের মতো হতে যাচ্ছে। রেন্ডারে রিয়ার পাওয়ার বাটন দেখা গেছে যেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহৃত হতে পারে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 186