MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার অজয় দেবগনের সঙ্গে আইটেম গানে সানি লিওন!

In সিনেমা জগৎ - Aug 10 at 9:47pm
এবার অজয় দেবগনের সঙ্গে আইটেম গানে সানি লিওন!

ক্রমেই নিজের ‘অভিনেত্রী’ খেতাবটার পরিসর বাড়িয়ে চলছেন সানি লিওন। শাহরুখ খানের ‘রইস’-এর পর এবার অজয় দেবগনের ‘বাদশাহ’ সিনেমার একটি আইটেম গানে কোমর দোলাবেন সানি। ‘রইস’-এর পর দ্রুত সময়ের মধ্যে সানির জন্য এটি আরও বড় একটি ব্রেক থ্রু।

জানা গেছে, গানটিতে অজয়-সানির পাশাপাশি দেখা যাবে ইমরান হাশমিকে। এই ইমরান নাকি এক সময় সানি লিওনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বীকার করেছিলেন। শোনা যাচ্ছে সানি-অজয়-ইমরানের কম্বিনেশনে বলিউডের সবচয়ে হট আইটেম নম্বর দেওয়ার চেষ্টায় আছেন পরিচালক।

প্রযোজক ভূষণ কুমারের বোন তুলসির বিয়েতে সানি লিওনের সঙ্গে পরিচয় হয় মিলনের। সেখানে সানিকে শুধু সুন্দর বলে নয় তার ব্যবহার ও বুদ্ধিমত্তার জন্য ভাল লেগে যায় ‘বাদশাহ’র পরিচালক মিলনের। সানি নিজে নাকি মিলনের ছবিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন। উল্লেখ্য, আগামী মাসে মুক্তি পাচ্ছে সানি লিওন অভিনীত মুভি ‘বেইমান লাভ’।

তথ্যসূত্রঃ আনন্দবাজার

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5374
Post Views 404