MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

জাদেজার জরিমানা, পরিশোধ করলেন শ্বশুর

In খেলাধুলার বিবিধ - Aug 09 at 10:29pm
জাদেজার জরিমানা, পরিশোধ করলেন শ্বশুর

ভারতের গুজরাট রাজ্যের গির অরণ্যে সিংহদের সঙ্গে সেলফি তোলায় জরিমানা দিতে হলো দেশটির জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে৷মঙ্গলবার গুজরাট ফরেস্ট ডিপার্টমেন্টে জরিমানা বাবদ ২০ হাজার রুপি দেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার৷

গত জুন মাসে জুনাগড়ের গির অভ্যারণে সিংহদের সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জাদেজা৷ যা আইনত দণ্ডনীয় অপরাধ৷ মঙ্গলবার গুজরাত ফরেস্ট ডিপার্টমেন্টে জরিমানা বাবদ ২০ হাজার টাকা দেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার৷ গত জুন মাসে জুনাগড়ের গির অভ্যারণে সিংহদের সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জাদেজা৷ যা আইনত দণ্ডনীয় অপরাধ৷

এ মুহূর্তে জাদেজা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলায় তার পরিবারে তরফে এই অর্থ ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দেয়া হয়৷ এ কথা স্বীকার করেছেন জুনাগড় ফরেস্ট ডিপার্টেমেন্টের চিফ কনসারভেটর এপি সিং৷

তিনি জানান, ‘আমরা জাদেজার কাছ থেকে ২০ হাজার টাকা পেয়েছি৷ বণ্যপ্রাণী নিয়ম লঙ্ঘন করায় জাদেজাকে এই জরিমানা দিতে হয়েছে৷ জাদেজা এই মুহূতে দেশে না-থাকায় ওর শ্বশুর এই অর্থ জমা দিয়েছেন৷’ সিংহদের সঙ্গে সেলফি তোলায় ১৭ জুন জাদেজার বিরুদ্ধে তদন্ত শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট৷ জাদেজা ছাড়াও ছবিতে দেখা গিয়েছে তার স্ত্রী রেভাকে৷

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6844
Post Views 394