MysmsBD.ComLogin Sign Up

শান্ত সোনমের উষ্ণতা

In বিবিধ বিনোদন - Aug 09 at 10:10pm
শান্ত সোনমের উষ্ণতা

বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। তার রুচিশীল পোশাক এবং স্টাইল অন্য অভিনেত্রীদের থেকে তাকে আলাদা করেছে।

প্রায় সব রকম পোশাকেই নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। শাড়ি থেকে গাউন বিভিন্ন সময় ভিন্ন রূপে সবার সামনে হাজির হয়েছেন সোনম।

এবার কালো একটি বিকিনি পরে নিজেকে মেলে ধরেছেন সোনম কাপুর। সম্প্রতি ইন্সটাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের বিকিনি পরে সাঁতার কাটছেন এ অভিনেত্রী। ছবিতে সোনমকে শান্ত দেখালেও ভক্তদের মনে ঠিকই উষ্ণতা ছড়িয়েছে এ ছবি।

ইন্সটাগ্রামে একটি ছবির ক্যাপশন হিসেবে এ অভিনেত্রী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারবেন এটা ভ্রমণের সময়।’ অন্য একটি ছবির ক্যাপশন লিখেছেন, ‘বাইরে যেতে চাই, ভেতরে আবদ্ধ থাকতে চাই না।’

এর আগে ‘বেওকুফিয়া’ সিনেমায় গোলাপী রঙের বিকিনি পরেছিলেন সোনম। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন কারিনা কাপুর এবং স্বারা ভাস্কর।

তথ্যসূত্রঃ বিডিলাইভ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6973
Post Views 170