MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইয়াসির শাহকে গুগলি শিখিয়েছেন জুবায়ের!

In ক্রিকেট দুনিয়া - Aug 09 at 12:13am
ইয়াসির শাহকে গুগলি শিখিয়েছেন জুবায়ের!

বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার পাকিস্তানের ইয়াসির শাহ। শেন ওয়ার্ন পরবর্তী সেরা লেগস্পিনারও বলা হয় তাকে। সেই ইয়াসিরকেই নাকি গুগলি শিখিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। সোমবার মিরপুরে এমনটাই জানালেন জুবায়ের।

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন ইয়াসির। আর সেসময়ই লিখনের কাছ থেকে গুগলি বল করার টিপস নেন ইয়াসির। পাশাপাশি লিখনকে নানাভাবে উৎসাহও দিয়েছিলেন তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এমনটাই জানালেন টাইগার স্পিনার জুবায়ের হোসেন লিখন, ‌‘ও আমার কাছে এসেছিল গুগলি শেখার জন্য। আমিও ওর সাখথ একটু কথা বলেছিলাম। সে আরও বলেছে আমার এখনও অনেক সময় আছে। আমার উচিত জায়গায় বোলিং করার চেষ্টা চালিয়ে যাওয়া। এখন থেকে অভিজ্ঞতা অর্জন করার পরামর্শ দেয়ার পাশাপাশি দ্রুত শেখার ব্যাপারেও উৎসাহ দিয়েছে সে।’

কয়েকদিন আগে লর্ডসে ইয়াসিরের বলের ঘূর্ণিতে রীতিমত নাস্তানাবুদ হয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটসম্যানেরা। ইতিমধ্যে মাত্র ১৯ টি টেস্ট খেলে ৯০ উইকেট শিকার করেছেন ইয়াসির শাহ। এরই সাথে ১২০ বছরের রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। আর তাকেই কিনা গুগলি শিখিয়েছেন জুবায়ের।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5429
Post Views 304