MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

প্রেক্ষাগৃহে প্রদর্শনে বাধা নেই ‘কসমিক সেক্স’

In সিনেমা জগৎ - Aug 08 at 7:10pm
প্রেক্ষাগৃহে প্রদর্শনে বাধা নেই ‘কসমিক সেক্স’

টলিউডের আলোচিত সমালোচিত চলচ্চিত্র ‘কসমিক সেক্স’। সিনেমাটির মুক্তি নিয়ে শুরু থেকেই নানা বাঁধার সম্মুখীন হয়েছেন সিনেমার পরিচালক অমিতাভ চক্রবর্তী।

এবার সব বাধা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল কসমিক সেক্স সিনেমাটি। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি।

তবে ‘এ’ সার্টিফিকেট প্রদান করেছে সেন্সর বোর্ড। দক্ষিণ কলকাতার মেনকা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এই চলচ্চিত্র। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এই চলচ্চিত্রে যৌনতা ও আধ্যাত্মিকতার মধ্যে একধরণের সংযোগের বিষয় দেখানো হয়েছে। যেখানে হিন্দু দেহতত্ত্বের প্রভাব রয়েছে যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চিত। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋ।

২০১৪ সালে সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে বিপাকে পড়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। তারপর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমাটি।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5431
Post Views 793