MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইয়াসির, অমিত মিশ্ররা লিখনের ‘অনুপ্রেরণা’

In ক্রিকেট দুনিয়া - Aug 08 at 7:08pm
ইয়াসির, অমিত মিশ্ররা লিখনের ‘অনুপ্রেরণা’

হঠ্যাৎ জাতীয় দলে জুবায়ের হোসেন লিখনের আগমণ। বাদ পরতেও সময় লাগেনি! প্রতিভা দেখিয়ে জাতীয় দলের টেস্ট ক্যাপ পেলেও প্রতিভা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।

জাতীয় দল থেকে বাদ পরে ঘরোয়া লিগেও উপেক্ষিত লিখন। এবার ঢাকা লিগে আবাহনীর হয়ে খেললেও আলো ছড়াতে ব্যর্থ। শুরুর দিকে দারুণ খেললেও পরবর্তীতে ম্যাচ খেলার সুযোগই পাননি এ লেগ স্পিনার। অভিযোগ আছে তার বিরুদ্ধে। অনুশীলনে অমনযোগী, শারীরিকভাবে আনফিট। এবারের কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে বিপ টেস্টে ভালো করতে পারেননি।পাশাপাশি লিখনের পেটের পুরত্ব বেড়েছে দ্বিগুনেরও বেশি! তবে তার ভাষ্য,‘হ্যাঁ ফ্যাট পার্সেন্টেজ বেড়ে গেছে। এটা কমানো আসলে কোনও বিষয় না। দুই এক মাস কষ্ট করলেই কমে যাবে।’

মনযোগ সরে যাওয়ায় পারফরম্যান্স উঠা-নামা করছে লিখনের। প্রিমিয়ার লিগের শুরুটা ভালো করলেও শেষ দিকে ম্যাচ না পাওয়ার কারণ হিসেবে লিখনের ব্যাখ্যা,‘আমি প্রথম ৪-৫ ম্যাচে ১৮ উইকেট পেয়েছিলাম। শেষ দিকে একটু ফোকাস সরে গিয়েছিল। দুটি ম্যাচে উইকেট পাইনি। এজন্য আমি একটু ‘ডাউন’ হয়ে গেছিলাম। আত্মবিশ্বাস কমে গিয়েছিল। এজন্য শেষ দিকে সমস্যা হয়েছিল।’

প্রায় প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশেই এখন লেগ স্পিনারের কদর বাড়ছে। পাকিস্তানের হয়ে খেলছেন ইয়াসির শাহ, ভারতের অমিত মিশ্র, ইংল্যান্ডের আদিল রশীদ ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। তাদের দেখে অনুপ্রাণিত বাংলাদেশের তরুণ। সোমবার গণমাধ্যমে জুবায়ের বলেন, ‘এটা আমার জন্য এনকারিজিং যে, সব দলে লেগ স্পিনার খেলছে এবং ভালো করছে। উইকেট কিন্তু লেগ স্পিনাররাই নিচ্ছে সব দলে। এটা আমার জন্য অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।’

ইংল্যান্ড সিরিজ নিয়ে লিখনের ভাষ্য,‘আমি যখন জাতীয় দলে খেলা শুরু করেছিলাম ওই সময় কিন্তু খুব বেশি ঘরোয়া লিগে খেলা হয়নি। এখন জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, বিসিএলে খেলেছি। এবার কিন্তু আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আগেরবার শূণ্য হাতে ছিলাম। চেষ্টা থাকবে যতটুকুই অভিজ্ঞতা হয়েছে সেটা কাজে লাগানোর। আমি এখন শিখছি। চেষ্টা থাকবে অভিজ্ঞতা আরও বাড়িয়ে নেওয়ার।’

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5367
Post Views 236