MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পারিশ্রমিক ৫০ কোটি রুপি!

In সিনেমা জগৎ - Aug 08 at 3:12pm
পারিশ্রমিক ৫০ কোটি রুপি!

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার অভিনীত ‘কাবালি সিনেমাটি সম্প্রতি বিশ্বব্যাপী ৫ হাজারেরও বেশি পর্দায় তামিল, তেলেগু এবং হিন্দি এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি দর্শকপ্রিয়তাও পেয়েছে।

এ খবর পুরাতন হলেও নতুন খবর হলো- এ সিনেমার জন্য নাকি ভারতীয় অন্য অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

শোনা যাচ্ছে, কাবালি সিনেমায় অভিনয়ের জন্য নাকি প্রায় ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। যা ভারতীয় অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি। এদিকে ফোর্বস ম্যাগাজিনের জরিপে বলা হয়েছে, এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন রজনীকান্ত।

বলিউড অভিনেতা আমির খান, শাহরুখ খান ও সালমান খান সিনেমার আয় অংশীদারিত্বের ভিত্তিতে নিয়ে থাকেন। কিন্তু আয়ের কোনো অংশই নেন না রজনীকান্ত।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5284
Post Views 441