MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শিভায়ের ট্রেলারে অজয়ের মনোমুগ্ধকর অ্যাকশন!

In সিনেমা জগৎ - Aug 08 at 2:35pm
শিভায়ের ট্রেলারে অজয়ের মনোমুগ্ধকর অ্যাকশন!

মুক্তি পেল অজয় দেবগণের ‘শিভায়’ ছবির ট্রেলার। গত ৭ জুলাই ইউটিউবে এই ট্রেলারটি মুক্তি পেয়েছে। এর আগে অজয়ের ‘শিভায়’ সিনেমার পোস্টার। এদিকে সিনেমাটির ট্রেলারটিও বেশ জমজমাট এবং শুরুতেই রয়েছে অজয়ের মনমাতানো অ্যাকশন।

এই প্রথমবার একই ছবিতে একসঙ্গে পরিচালক, প্রযোজক এবং অভিনেতার ভূমিকায় একা কাজ করেছেন অজয়। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীলিপ কুমারের নাতনি সইসাকে। এছাড়াও ছবিতে রয়েছেন টাবু ও শ্রিয়া সোরেন।

‘শিভায়’ অজয়ের দ্বিতীয় পরিচালিত ছবি। একটি সূত্র থেকে জানা যায়, মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমিক ‘শিভায়’। এই দিওয়ালিতে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সঙ্গে মুক্তি পেতে চলেছে অজয়ের এই ছবিটি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 270