MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মাটিতে হাঁটছে মাছ!

In সাধারন অন্যরকম খবর - Aug 08 at 9:51am
মাটিতে হাঁটছে মাছ!

পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। আবার কিছু কিছু মাছ যেমন- কই মাছ, এরা তো রান্না করতে গেলে কড়াইতেও যেন জীবিত থাকে। আবার কিছু মাছ পানি থেকে উঠালেই প্রাণ হারায়।

এবার মাটিতে হাটতে এখা গেল এক মাছ। আসলে মাছটি নিজের যান বাঁচানোর জন্য চেষ্টা করছিল। পানি থেকে প্রায় ৫ হাত দূরে ছিটকে পড়েছিল মাছটি। পরে নিজে নিজেই গন্তব্য খুঁজে নেয় সে। ধীরে ধীরে পানির নিকট পৌঁছাতে থাকে এই মাছ।

তবে মজাদার বিষয় হল, পিচ ঢালা রাস্তা পাড়ি দিয়ে এরপর আবার ঘাসের পথ পাড় হয়ে পানির নিকট পৌঁছে এই মাছ।

চেষ্টা করলে অনেক কিছুই যে সম্ভব তা এই মাছ শিখিয়ে দিল। অনুপ্রেরণা কি জিনিস, আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 2755
Post Views 671