MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভিমরুলের হুলে ৩ বোনের মৃত্যু

In দেশের খবর - Aug 07 at 2:36pm
ভিমরুলের হুলে ৩ বোনের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় ভিমরুলের হুলে তিন বোনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তাদের মা।

শনিবার বিকালে শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্কর গ্রামে এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম জানান।

মৃত শিশুরা হলো- হাদিছা (৭), ফারজানা (৪) ও নয় মাস বয়সী মিম। তারা সবাই ওই এলাকার ইসলাম মিয়ার মেয়ে।

এ ঘটনায় আহত তাদের মা তানজিনা বেগমকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরাজি লস্কর গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী জানান, শনিবার বিকালে তিন বোন মিলে বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে খেলা করছিল।

“এ সময় প্রচণ্ড বাতাসে বাঁশের ডালের ধাক্কায় চাক ভেঙে গেলে ভীমরুল ওই শিশুদের আক্রমণ করে। তাদের চিৎকারে মা তানজিনা এগিয়ে গেলে তিনিও ভীমরুলের আক্রমণের শিকার হন।”

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, আহতদের সকলকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তানজিনা ও মেয়ে মিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


“ঠাকুরগাঁও হাসপাতালে রাতে হাদিছা ও ফারজানার মৃত্যু হয়। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মিম।”

আহতদের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় হাদিছা ও ফারজানার মৃত্য হয়েছে বলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দ্র চন্দ্র সেন বলেন।

Googleplus Pint
Roney Khan
Posts 628
Post Views 205