MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মুখ লুকিয়ে ফিরলেন নার্গিস

In বিবিধ বিনোদন - Aug 07 at 2:32pm
মুখ লুকিয়ে ফিরলেন নার্গিস

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। শোনা যায়, কথিত প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

এরপর গুঞ্জন ওঠে বলিউড ছাড়ছেন এ অভিনেত্রী। পরবর্তী সময়ে অবশ্য গুঞ্জন উড়িয়ে দিয়ে এ অভিনেত্রী জানান, খুব শিগগির তার পরবর্তী সিনেমা বাঞ্জোর প্রচারণায় ভারতে ফিরছেন তিনি।

নিজের কথা রাখলেন নার্গিস। সম্প্রতি ভারতের পৌঁছান তিনি। মজার ব্যাপার হলো, মু্ম্বাই বিমানবন্দরে পৌঁছে নিজের মুখ উড়না দিয়ে ঢেকে ফেলেন। কিন্তু ফটোসাংবাদিকদের চোখ এড়াতে পারেননি এ অভিনেত্রী। তবে কী কারণে নার্গিস তার মুখ ঢেকে রেখেছিলেন, তা স্পষ্ট নয়।

রবি যাদব পরিচালিত বাঞ্জো সিনেমায় নার্গিস ফাখরির বিপরীতে দেখা যাবে অভিনেতা রিতেশ দেশমুখকে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5253
Post Views 179