MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ক্লাস টুয়ের বোবা-বধির ছাত্রীকে স্কুলে তালাবন্ধ করে চলে গেলেন শিক্ষিকারা!

In আন্তর্জাতিক - Aug 07 at 7:09am
ক্লাস টুয়ের বোবা-বধির ছাত্রীকে স্কুলে তালাবন্ধ করে চলে গেলেন শিক্ষিকারা!

ক্লাস টুয়ের বোবা ও বধির ছাত্রী। তাকে স্কুলে তালাবন্ধ করে চলে গেলেন শিক্ষিকারা। এঘটনা ঘটেছে ভারতের শালবনি থানার জামবনি প্রাইমারি স্কুলে। এদিন বেলা একটার সময় ছুটি হয়ে যায় স্কুল।

তখনো মেয়েকে নিতে আসেননি বাড়ির লোকেরা। সেই সময় তাকে তালাবন্ধ করে চলে যান শিক্ষিকারা। মেয়েকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন।

এরপর গ্রামবাসীরা খবর দেন স্কুলের মধ্যে তালাবন্ধ রয়েছে ওই ছাত্রী। তখনই দেখা যায় স্কুলের জানলায় দাঁড়িয়ে কাঁদছে সে। এরপর গ্রামবাসীরা খবর দেন স্কুলের প্রধান শিক্ষিকাকে। তিনি এসে তালা খুলে ছাত্রীকে বের করেন।

তার দাবি, ডাক্তার দেখানোর জন্য তাড়া ছিল। তাই ওই ছাত্রীর কথা তার মনে ছিল ছিল না।

Googleplus Pint
Noyon Khan
Posts 2727
Post Views 198