MysmsBD.ComLogin Sign Up

নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে নভ্যার উষ্ণ ছবি ভাইরাল

In বিবিধ বিনোদন - Aug 06 at 5:03pm
নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে নভ্যার উষ্ণ ছবি ভাইরাল

নিজেকে আলোচনায় রাখতে এখন সোশ্যাল সাইটে ছবি পোস্ট করলেই হয়। সে আপনি স্টার হোন বা স্টারকিডস্ হোন তাতে সমস্যা নেই। তিনি পপুলার স্টার কিড। তেমনি একজন বিগ বি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা। তার পড়াশোনা অথবা প্রেম সবই উঠে আসে মিডিয়ায়। সম্প্রতিই ইনস্টাগ্রামের একটি ছবি নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা।কিন্তু কী এমন ছবি পোস্ট করলেন নভ্যা? যা নিয়ে এত আলোচনা? চার দিন আগে নভ্যা একটি ছবি পোস্ট করেছেন যেখানে সঙ্গে রয়েছেন তার এক বন্ধু। প্রশ্নটা এখানেই। যিনি রয়েছেন নভ্যার সঙ্গে তিনি কি নভ্যার বন্ধু? নাকি বিশেষ বন্ধু?

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে নভ্যার সম্পর্কের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই প্রচুর জল্পনা হয়েছে বলিউডে। বার বার মিডিয়ায় উঠে এসেছে তাদের প্রেমের গসিপ। কিন্তু এ বার কি কোন নতুন খবর দেবেন নভ্যা? আসলে নভ্যার সেই বন্ধু যে মুডে পোজ দিয়েছেন এতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ছবির অন্য মানে করছেন। ‘অন্য মানে’ করার মতই ছবি বটে।

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 216