MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

রেস্তেরায় চাকরি করছে ওবামার মেয়ে!

In সাধারন অন্যরকম খবর - Aug 06 at 2:23am
রেস্তেরায় চাকরি করছে ওবামার মেয়ে!

তিনি প্রেসিডেন্টের মেয়ে! কিন্তু, তাতে কী হয়েছে? তা বলে তো আর নিজেকে সাবলম্বী হওয়া থেকে আটকানো সম্ভব নয়। আর তাই সেই কাজেই পা বাড়ালো বারাক ওবামার ছোটো মেয়ে সাশা ওবামা। গরমের ছুটিতে এখন ওবামা কন্যা একটি রোডসাইড ক্যাফেতে চাকরি করছে।

সাশার বয়স ১৫। এতদিন ধরে হোয়াইট হাউজের বিলাসিতায় নিজেকে বেড়ে উঠতে দেখেছে সে। তুবও, সেশের নিয়ম অনুসারে নিজেকে সাবলম্বী করে তুলতেই হবে। আর তাই এবার গরমের ছুটিতে বাবা বারাক ওবামার বন্ধুর ক্যাফেতেই শুরু করে দিল চাকরি।

যদিও, তার নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন রয়েছে ৬ জন নিরাপত্তা রক্ষী। দিনে ৪ ঘণ্টা ধরে সেখানে কাজ করেছে সাশা। শুধু তাই নয়, সেখানে অত্যন্ত মন দিয়েই কাজ করছে সে।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1230
Post Views 612