MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

স্রেফ পায়ের পাতায় পাহাড়ের কিনারায় ঝুলে পড়লেন পুলিশ অফিসার!

In ভয়ানক অন্যরকম খবর - Aug 05 at 2:21pm
স্রেফ পায়ের পাতায় পাহাড়ের কিনারায় ঝুলে পড়লেন পুলিশ অফিসার!

ছোটখাটো একটা পাহাড়। এর চূড়ার কিনারায় একটি পাথরে স্রেফ দুই পায়ের ব্যবহারে ঝুলে রয়েছেন এক তরুণ। এ ছবি দেখলে কার না দেহের লোম দাঁড়িয়ে যাবে? ভয়ে রীতিমতো কুঁকড়ে যাবেন আপনিও। এ ঘটনা ঘটালেন ব্রাজিলের ২৭ বছর বয়সী এক রায়োট পুলিশ অফিসার।

লুইজ ফার্নান্দো ক্যানডিয়া থাকেন রিও ডি জেনিরোতে। পেদ্রা ডা তার্তারুগা পাহাড়ে গেছেন এই কসরত করতে।

কোনো নিরাপত্তাব্যবস্থা এবং রশি ছাড়াই মাটি থেকে ৩০০ ফুট ওপরের একটি পাথরের কিনারে দুই পায়ে ঝুলে পড়লেন তিনি!লুইজ একটা অসম্ভব শারীরিক দক্ষতা দেখিয়েছেন। দুই পায়ের স্রেফ আঙুলের ব্যবহারে তিনি ঝুলে থাকলে পাথরের কার্নিসে। সমুদ্রতল থেকে ৩০০ ফুট ওপরে এ কাজে ব্যাপক স্নায়ুচাপ থাকে। তিনি জানান, পাহাড়ের ওখানে উঠেনি রশি ব্যবহার করে। তারপরও দুই পায়ে ঝুলে পড়ি কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই। দারুণ ভয় করছিল তা ঠিক। পড়ে গেলে মৃত্যু নির্ঘাত।

ওখানে উঠে এ কাজ করার সময় অসুস্থ বোধ করছিলাম। সত্যি কথা বলতে কি, এটা জীবনে কয়েকটি মুহূর্তের একটি যখন পড়ে গিয়ে মৃত্যুর ভয় মনে জেগেছে। রশি থাকলেও পড় যাওয়ার ভয় থেক যায়। এ কাজে প্রচুর শক্তির প্রয়োজন। তা ছাড়া ঝুলে থাকাকালীন অন্যদের সঠিক কোণ থেকে ছবি তোলার কাজও অনেক কষ্টে। কিন্তু সবই মনে হয় সঠিকভাবে সম্পন্ন হয়েছে, জানালেন এই অসম সাহসী পুলিশ অফিসার।

সূত্র : ডেইলি মেইল

Googleplus Pint
Noyon Khan
Posts 2765
Post Views 455