MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দলে ফিরতে আর্জেন্টিনার কোচের সঙ্গে আলোচনায় বসছেন মেসি

In ফুটবল দুনিয়া - Aug 05 at 1:28pm
দলে ফিরতে আর্জেন্টিনার কোচের সঙ্গে আলোচনায় বসছেন মেসি

মেসি ভক্তদের জন্য সুখবর। দলে ফিরতে আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজার সঙ্গে আলোচনায় বসছেন দেশটির সাবেক তারকা লিওনেল মেসি। অবসর ভেঙে জাতীয় দলে ফেরার জন্য এই আলোচনায় বসা মেসির।

মাত্র কয়েকদিন আগে আর্জেন্টিনা নতুন কোচ হিসেবে পায় সাবেক দেশীয় তারকা বাউজাকে। কথা ওঠে মেসিকে দলে ফেরানোই হবে তার চ্যালেঞ্জ। মেসি ছাড়া আর্জেন্টিনা ভালো খেলতে পারছে না।

টানা হারের মুথে দলটি। পরে বাউজা মেসিকে ফিরিয়ে আনার চেষ্টায়। আর আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন লিওনেল মেসি। ২০১৮ বিশ্বকাপের মিশন নিয়ে মেসিকে দলে ফেরাতে চান নতুন কোচ।

আগামী সপ্তাহে বার্সেলোনায় সফরে যাবেন বাউজা। সেখানে গিয়ে মেসিকে দলে ফেরানোর জন্য কথা বলবেন। কেউ কেউ বলছেন মেসি আর দলে ফিরবেন না। তবে অনেকে মনে করছেন বাউজার সাথে আলোচনার পর মনের পরিবর্তন হতে পারে মেসির।

জাতীয় ফের নাম খেলাতে পারেন মেসি। চলমান অলিম্পিকে বেহাল দশা অর্জেন্টিনার। এ জন্য মেসির প্রতি আগ্রহ বাড়ছে আরও।

তথ্যসূত্রঃ এমটিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 247