MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন জেনিফার লোপেজ!

In বিবিধ বিনোদন - Aug 05 at 12:29pm
তৃতীয় সন্তানের মা হতে চলেছেন জেনিফার লোপেজ!

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন বিশ্বনন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। গায়িকার ঘনিষ্ঠ মহলের খবর, দীর্ঘদিনের প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে সন্তানের জন্ম দিতে চলেছেন জেনিফার।

বন্ধুরা জানাচ্ছেন, ক্যাসপার নাকি ছেলে চাইছেন। অন্যদিকে, ৪৭ বছর বয়সি জে-লো শুধু চাইছেন সুস্থ সন্তানের জন্ম দিতে। আবারও মা হতে যাওয়ায় বেজায় খুশি তিনি।

মার্ক অ্যান্থনির সঙ্গে বিচ্ছেদের পর ক্যাসপারের সঙ্গে ২০১১ সাল থেকে সম্পর্ক রয়েছে জেনিফারের। তাদের খোলামেলা লিভ টুগেদারের বিষটিও সবার জানা। তবে হঠাৎ করে যে তারা সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেবেন সেটা অনেকের ধারণার বাইরে ছিল। যদিও তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই এখনও পর্যন্ত।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 129