MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং !

In নতুন প্রযুক্তি - Aug 05 at 1:02am
বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং !

কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গ্যালাক্সি নোট ৭ ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করল স্যামসাং। স্যামসাং দাবি করেছে, ‘এটা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন’। বুদ্ধিমান বলার কারণ হচ্ছে, ফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। বেশ কয়েক মাস ধরে প্রযুক্তি বিশ্বে নানা গুঞ্জন ও দফায় দফায় তথ্য ফাঁসের পর অবশেষে প্রকাশ্যে আসল গ্যালাক্সি নোট ৭।

বহুল আলোচিত এই ফ্ল্যাগশিপে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চি আকারের কোয়াড এইচডি ডুয়াল এজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৪৪০*২৫৬০ পিক্সেল। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো ও প্রসেসর হিসেবে অক্টা কোর থাকছে। আরও থাকছে কর্নিংয়ের গরিলা গ্লাস ৫। ফোনটিতে নিরাপত্তা ফিচার হিসেবে থাকছে আইরিশ স্ক্যানার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
চার জিবি র‍্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এ ছাড়া স্যামসাং ক্লাউড স্টোরেজ থেকে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ বিনা মূল্যে পাবেন ক্রেতা।

ফোনটির পেছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১২ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোরজি, এনএফসি, ওয়াই-ফাই, ব্লটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি কানেকটিভিটি সুবিধাসহ ফোনটিতে থাকছে নানা দরকারি সেন্সর। এর ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের। ১৬৯ গ্রাম ওজনের ফোনটিতে দ্রুতগতিতে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকছে। এতে এস পেন ব্যবহার করা যাবে।

ফোনটির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজারেও ফোনটি শিগগিরই চলে আসতে পারে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1236
Post Views 644