MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কোহলির আগে রায়নার সাথে প্রেম ছিল আনুশকার!

In বিবিধ বিনোদন - Aug 04 at 7:01pm
কোহলির আগে রায়নার সাথে প্রেম ছিল আনুশকার!

আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের কথা সবারই জানা। আনুশকার কাছাকাছি থাকার জন্য ৩৪ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটও কিনে ফেলেছেন বিরাট, এসব পুরনো খবর। নতুন খবর হলো- বিরাটের সঙ্গে প্রেমের সম্পর্কের আগে আনুশকা এবং সুরেশ রায়নাকে নিয়ে প্রেম গুঞ্জন ছিল। তবে এটা নাকি ধামাচাপা ছিল- দাবি ভারতীয় একাধিক গণমাধ্যমের।

বলিউডে কান পাতলেই শোনা যায়, বিদেশে গিয়ে অনুশকার সঙ্গে রায়নার পরিচয় হয়, তারপর প্রেম। আর তখনই দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর নাকি আনুশকা এবং সুরেশ রায়নাকে বেশ কয়েকবার একসঙ্গে রেস্তোরাঁতেও দেখা গেছে। এমনকি তারা বেশ অন্তরঙ্গ হয়েও ঘুরেছেন কিছু জায়গায়। নানা কারণে সে সম্পর্কে ছন্দপতন ঘটে।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5205
Post Views 468