MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পোশাক বিভ্রাটে এশা

In বিবিধ বিনোদন - Aug 04 at 10:43am
পোশাক বিভ্রাটে এশা

শোবিজ অঙ্গনে তারকা অভিনেত্রীদের পোশাক বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। হলিউড থেকে বলিউড সব ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই এমন বিব্রতকর অবস্থার শিকার হয়েছেন।

এবার পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ‘রুস্তম’ সিনেমার প্রচারণায় চমৎকার কোল্ড শোল্ডার টপ পরেছিলেন এশা। টপের সঙ্গে ছিল হালকা নীল রঙের জিন্স। পোশাকে এশাকে দারুণ দেখাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর বাতাসে টপটি উড়ে যেতে থাকে। তখনই বেশ বিব্রতকর অবস্থায় পরেন এই অভিনেত্রী। যদিও দ্রুত নিজেকে সামলে নেন তিনি।

এ প্রচারণায় এশার সঙ্গে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও ইলিয়েনা ডি ক্রুজ। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে রুস্তম সিনেমাটি। ভারতের আলোচিত নানাবতী মামলা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5446
Post Views 261