MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারতীয় সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘মহেঞ্জোদারো’

In সিনেমা জগৎ - Aug 03 at 1:01pm
ভারতীয় সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘মহেঞ্জোদারো’

‘মহেঞ্জোদারো’ সিনেমায় হৃত্বিক রোশন-পূজা হেজের সাহসী চুম্বনের দৃশ্য থাকা সত্ত্বেও কোনও বিতর্ক ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে। ইউএ সার্টিফিকেটও পেয়ে গিয়েছে ‘মহেঞ্জোদারো’, আগামী ১২ অগাস্ট পর্দায় মু্ক্তি পাচ্ছে এই ছবি।

সম্প্রতি বলিউডের বিভিন্ন ছবিই সেন্সর বোর্ডের সামনে এসে হোঁচট খেয়েছে। সেন্সর বোর্ডে কাঁচির তলায় পড়তে হয়েছে ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য ও সংলাপকে। এমনকি বহু ছবির ক্ষেত্রে সিনেমার নাম পরিবর্তনেরও নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ছবির পরিচালক-প্রযোজকদের আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছে। বহু দূর গড়িয়েছে সেই আইনি লড়াই।

সেই বিতর্কের মাঝেও, ‘মহেঞ্জোদারো’ ছবিতে হৃত্বিক-পূজার একাধিক সাহসী চুম্বনের দৃশ্য থাকা সত্ত্বেও কোনও কাটছাঁট ছাড়াই এই ছবি পেয়ে গেল সেন্সর ছাড়পত্র। এই ছবির কোনও দৃশ্য, সংলাপ কিছুই ছাটাইয়ের নির্দেশ দেয়নি সেন্সর বোর্ডের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে ছবির অভিনেতা হৃত্বিকের মন্তব্য, আমি খুবই খুশি কোনও কাটছাঁট ছাড়া এই ছবি ছাড়পত্র পেয়েছে’। চুম্বন দৃশ্য প্রসঙ্গে হৃত্বিকের মত, সত্যিকারের ভালোবাসার প্রকাশ পেয়েছে এই দৃশ্যগুলোর মাধ্যমে।

Googleplus Pint
Rayhan Moyen
Posts 77
Post Views 277