MysmsBD.ComLogin Sign Up

১২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ আটক ১

In দেশের খবর - Aug 02 at 9:07pm
১২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ আটক ১

চুয়াডাঙ্গার সদর উপজেলার নীলমনিগঞ্জ পিটিআই মোড় সংলগ্ন চাউলের মিলের অফিস থেকে ১২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ সোহেল হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে বিজিবি। গতকাল(আজ মঙ্গলবার) দুপুর ১২টার সময় এ বিষসহ তাকে আটক করা হয়।

একই দিন বিকালে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটক সোহেল হোসেন সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত হারুনের ছেলে।

চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানান, সে নিজে এবং অতিরিক্ত পরিচাল মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্বাবধানে জাফরপুর-৬ বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নীলমনিগঞ্জ পিটিআই মোড় সংলগ্ন সোহেল হোসেনের চাউল মিলের অফিসে অভিযান চালায়।

মিলের অফিস তল্লাশি করে বিজিবি সদস্যরা কৌটায় রাখা ২ পাউন্ড কোবরা সাপের বিষসহ তাকে আটক করে। বিষের আনুমানিক মূল্যে ১২ কোটি টাকা।

Googleplus Pint
Noyon Khan
Posts 3254
Post Views 437