MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এখনও হানিমুন শুরুই করিনি : মাহি

In বিবিধ বিনোদন - Aug 02 at 6:02pm
এখনও হানিমুন শুরুই করিনি : মাহি

সাংবাদিকরা মাহিয়া মাহিকে জিজ্ঞেস করেছিলেন হানিমুন কোথায় করবেন- এমন প্রশ্নের জবাবে মাহি বলেছিলেন, আমার হানিমুন সিলেটেই হবে। বিয়ের পর রাজধানীতে বিবাহোত্তর সংবর্ধনা শেষে চলে যান সিলেটে। শ্বশুর বাড়ি সিলেটেও বড় পরিসরে বৌভাতের আয়োজন করা হয়। এরপরে মাহি সিলেটে বেশ আনন্দেই সময় কাটাচ্ছিলেন। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন। সিলেটে শ্বশুর বাড়িতে বেশ এনজয় করছেন তিনি। কিছু গণমাধ্যমে খবর বের হয় হানিমুন শেষ করে শুটিং-এ ফিরছেন তিনি।

এ বিষয়ে মাহির সাথে যোগাযোগ করা হলে কালের কণ্ঠকে তিনি বলেন, এখনো শ্বশুর বাড়ির অধ্যায়ই শেষ করতে পারিনি। আজ ঢাকায় এসেছি একটু শপিং-এ। আজই চলে যাব সিলেটে। হানিমুন শেষ কি না জানতে চাইলে তিনি হেসে বলেন, এখনও তো হানিমুন শুরুই করিনি।

এখন তাহলে ভক্তরা ভাবতে পারেন- তাহলে মাহির শুটিং-এ ফিরতে একটু দেরি হবে?

গত ১২ মে সম্পন্ন হয় মাহিয়া মাহি ও অপুর বাগদান সম্পন্ন। পাত্র সিলেটের কদমতলীর সন্তান মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী। চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের আগ্রহে মাহি এবং অপুর বিয়ে হয়।

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5276
Post Views 464