MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সাংবাদিকদের হুমকি দিলেন ক্যাটরিনা!

In সিনেমা জগৎ - Aug 02 at 3:17pm
সাংবাদিকদের হুমকি দিলেন ক্যাটরিনা!

মিডিয়ার দৃষ্টি থেকে সবসময়ই একটু দূরে থাকতে পছন্তদ করেন ক্যাটরিনা। এমনকি অনুমতি ছাড়া তার ছবিও তোলা পছন্দ করেন না তিনি। সম্প্রতি সাংবাদিকরা তার অনুমতি ছাড়া ছবি তোলা ক্ষেপে গিয়েছিলেন তিনি। এমনটি হুমকিও দিয়েছেন তাদের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিওগ্রাফার গণেশ আচার্যের স্টুডিওতে নাচের রিহার্সাল করে বের হচ্ছিলেন ক্যাটরিনা। তার শরীর তেমন ভাল ছিল না। সেসময় একজন চিকিৎসককে ফোন করা হয়। ক্যাটরিনা রিহার্সাল বাদ দিয়ে সেখান থেকে বের হয়।

গাড়িতে প্রবেশ করার সময় অসুস্থ ক্যাটরিনার ছবি তোলার চেষ্টা করে সাংবাদিকরা। আর এটা দেখে রেখেই খুন এই বলিউড অভিনেত্রী। গাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করার হুমকি দেন তিনি।

এর আগেও পাপ্পারাজিরা তার ছবি তোলায় রেগে গিয়েছিলেন ক্যাটরিনা।

Googleplus Pint
Rayhan Moyen
Posts 77
Post Views 220