MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আবারও পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা'র’‘পাখি’!

In নাটক ও টেলিফিল্ম - Aug 02 at 2:43pm
আবারও পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা'র’‘পাখি’!

চলতি বছলের জুনেই শেষ হয় স্টার জলসার মেগা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’। ‘পাখি’র চরিত্রে মধুমিতা চক্রবর্তী দর্শকদের মধ্যে যে কতটা জনপ্রিয় হয়েছিলেন, তা ‘পাখি চুড়িদার’ এর ফ্যাশন ট্রেন্ড দেখেই বোঝা যায়।

শুধু ওপার বাংলা নয়, এপার বাংলাতেও ছড়িয়ে পড়েছিল এই ফ্যাশন ফান্ডা। ‘বাহা শাড়ি’র পরে সম্ভবত এটাই বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় ফ্যাশন ফেনোমেনন।

জুনের মাঝামাঝি ‘বোঝেনা সে বোঝেনা’শেষ হতেই দর্শকদের মন খারাপ হয়েছিল। আর তো দেখতে পাওয়া যাবে না ‘পাখি’কে! দর্শকদের জন্য সুখবর, মধুমিতা ফিরছেন আবার টেলিভিশনের পর্দায় নতুন অবতারে।

নতুন এই সিরিয়ালের নাম ‘কুসুমদোলা’। সদ্য লঞ্চ হয়েছে এই সিরিয়ালের প্রোমো। নতুন মেগায় তার চরিত্রটি কেমন?

মধুমিতা জানালেন ‘এখন এই নিয়ে খুব বেশি কিছু বলা বারণ। শুধু একটা কথাই বলব, আমার থেকে আমার চরিত্রের বয়স অনেকটাই কম। আমার এখন বাইশ আর চরিত্রের বয়স সতেরো।’

নতুন এই টেলিসিরিজে মধুমিতার বিপরীতে দেখা যাবে আর এক জনপ্রিয় টেলি-তারকা ঋষি কৌশিককে। জানা গিয়েছে এই মাস থেকেই শুরু হবে টেলিকাস্ট।

Googleplus Pint
Noyon Khan
Posts 2753
Post Views 777