MysmsBD.ComLogin Sign Up

শ্রীদেবী কন্যার চুমুর ছবি ভাইরাল

In বিবিধ বিনোদন - Aug 02 at 1:59pm
শ্রীদেবী কন্যার চুমুর ছবি ভাইরাল

অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই সিনেমায় অভিষেক হচ্ছে তার। এ নিয়ে খবরেও এসেছেন বেশ কয়েকবার।

এদিকে সিনেমায় ক্যারিয়ার শুরু না করলেও এখনই অনেক ভক্ত জুটেছে তার। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার অনেক অনুসারীও রয়েছে। যেহেতু তারকা পরিবারের সন্তান তাই তার প্রতি ভক্তদের কৌতূহলও অনেক।

সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রেমিক শেখর পাহাড়িয়ার সঙ্গে জানভির একটি চুমুর ছবি। এরপর তা ভাইরাল হয়ে যায়।

শিখর পাহাড়িয়া ভারতের সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার শিন্ডের নাতি। এছাড়া এর আগে শিখরের ভাই বীর পাহাড়িয়া অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্কের জন্য খবরে এসেছিলেন।

এদিকে সম্প্রতি শোনা যায়, গজনি, হলিডে ও আকিরা’র মতো সিনেমার নির্মাতা মুরুগাদোস পরিচালিত একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জানভি। কিন্তু এখনো সিনেমায় অভিনয়ের বয়স হয়নি বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে লী স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শিখছেন তিনি।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6714
Post Views 255