MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নিম গাছের ডালে নামাজ!

In ওয়ার্ল্ড রেকর্ডস - Aug 02 at 10:55am
নিম গাছের ডালে নামাজ!

নামাজের জন্য সর্বোত্তম জায়গা হিসেবে মানুষ পবিত্র মসজিদকেই বেছে নেন। মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব না হলে অনেকেই যেখানে জায়গা পান নামাজ পড়েন। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের এক নারী বিরল একটি রেকর্ড গড়েছেন।

উত্তরপ্রদেশের একটি নিম গাছের চূড়ায় উঠে একটি ডালে দাঁড়িয়ে নামাজ পড়ে ওই রেকর্ড গড়েছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িছে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেশটির প্রভাবশালী টেলিভিশন এবিপি গাছের ডালে ওই নারীর নামাজ পড়ার ঘটনা নিয়ে সাত মিনিটের একটি প্রতিবেদন প্রচার করেছে।

এতে দেখা যাচ্ছে, মাটি থেকে ৪০-৫০ ফুট উপরে গাছের ডালে উঠে নামাজ আদায় করছেন ওই নারী। এ সময় শত শত লোক গাছের নিচে ও আশপাশে তার নামাজ পড়ার দৃশ্য দেখছেন

Googleplus Pint
Noyon Khan
Posts 2734
Post Views 680