MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৮০ বছরের রেকর্ড ভাঙার হাতছানি অশ্বিনের

In ক্রিকেট দুনিয়া - Aug 01 at 11:04pm
৮০ বছরের রেকর্ড ভাঙার হাতছানি অশ্বিনের

ভারতের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে যেন পুরোটাই নিজের করে নিতে চাইছেন রবিচন্দ্রন অশ্বিন।

অ্যান্টিগা টেস্টে বল হাতে সাত উইকেট আর ব্যাটিংয়ে সেঞ্চুরি করে তিনি জেতেন ম্যাচসেরার পুরস্কার। জ্যামাইকা টেস্টেও প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট।

এ নিয়ে ক্যারিয়ারে ১৮ বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন অশ্বিন। গত দশ বছরে এই প্রথম কিংসটনের স্যাবিনা পার্কে কোনো স্পিনার ৫ উইকেট পেলেন। তবে এখন এর চেয়েও বড় অর্জনের হাতছানি অশ্বিনের সামনে।

সবচেয়ে কম টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটের। ১৯৩৬ সালে নিজের ৩৬তম টেস্টে ২০০তম উইকেট পেয়েছিলেন গ্রিমেট। অশ্বিনের সামনে এখনো সুযোগ আছে গ্রিমেটের রেকর্ড ভাঙার।

৩৪ টেস্টে (এখনো এক ইনিংস বাকি) অশ্বিনের উইকেটসংখ্যা এখন ১৮৮টি। নিজের পরের তিন ইনিংসে আর ১২ উইকেট পেলেই গ্রিমেটের ৮০ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে দেবেন অশ্বিন। পারবেন ভারতীয় অফ স্পিনার?তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 447