MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দেব-নুসরাতের পরের গান!

In সিনেমা জগৎ - Aug 01 at 7:57pm
দেব-নুসরাতের পরের গান!

সম্প্রতি ‘কেলোর কীর্তি’ ছবিতে আলোচনায় এসেছে দেব-নুসরাত জুটির আইটেম নাম্বার ‘আইটেম বম্ব’। সেই হিট গানের রেশেই মুক্তি পেল দেব ও নুসরাতের আগামী ছবি ‘লাভ এক্সপ্রেস’-এর প্রথম গান ‘মন বলেছে আমার’।

ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিটির প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। তবে শোনা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

পুরোপুরি নায়ক-নায়িকার ভূমিকায় দেব ও নুসরাত জুটিকে আবার দেখা যাবে প্রায় ৩ বছর পরে। ২০১৩-র ছবি ‘খোকা ৪২০’-তে দেবের বিপরীতে ছিলেন দুই নায়িকা— নুসরাত এবং শুভশ্রী। এর পর ২০১৪ সালে ‘যোদ্ধা’ ছবিতে ‘দেশি ছোড়ি’ আইটেম গানে দেখা যায় এই জুটিকে। সম্প্রতি রিলিজ হওয়া ‘কেলোর কীর্তি’-তেও রয়েছে দু’জনের হিট আইটেম।

কিন্তু সেভাবে দেখতে গেলে দেবের একচ্ছত্র নায়িকা হিসেবে এখনও পর্যন্ত কোনও ছবিতেই দেখা যায়নি নুসরাতকে। তাই ‘লাভ এক্সপ্রেস’ নিয়ে জমে উঠেছে অনুগামীদের কৌতূহল। সেই উচ্ছ্বাসকেই আর এক দফা বাড়িয়ে দিয়েছে ছবির এই প্রথম গানের ভিডিও।

Googleplus Pint
Noyon Khan
Posts 2755
Post Views 775