MysmsBD.ComLogin Sign Up

গ্রামীনফোনে ফাটাফাটি স্মার্টফোনে ফাটাফাটি লাইফ!

In Mobile Offer - Aug 01 at 1:32pm
গ্রামীনফোনে ফাটাফাটি স্মার্টফোনে ফাটাফাটি লাইফ!

অফারঃ
গ্রাহক মাত্র ২৫৯৫ টাকায় ওকাপিয়া আলো এবং মাত্র ২৯৪৫ টাকায় লাভা আইরিস হ্যান্ডসেট কিনতে পারবেন।

যে কোন একটি স্মার্টফোন কিনলে গ্রাহকগণ গ্রামীণফোনের ৩১১০ টাকার সমমূল্যের বোনাস উপভোগ করতে পারবেন।

গ্রাহক ২৫ টাকায় ১০০ জিপি মিনিট (১৫%ভ্যাট+৫%এসডি+১%এসসি ছাড়া) ক্রয় করলে ফ্রি ১ জিবি ইন্টারনেট ও ফ্রি ১০০টি এসএমএস বোনাস পাবেন।

শর্তাবলিঃ
উল্লেখিত স্মার্টফোন ক্রয়কারী সকল গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকের জন্য কাস্টমার অফার প্রযোজ্য। অফারের বিস্তারিত শর্তাবলি হচ্ছে-

গ্রাহক বান্ডেলটি পরবর্তী ১০ মাসে সর্বোচ্চ ১২বার নিতে পারবেন

ভয়েস, ডাটা এবং এসএমএস-এর মেয়াদ ৭ দিন (২৪ ঘণ্টা)

অফারটি পেতে, গ্রাহককে “GPPHONE” (কেস সেনসিটিভ না) লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে এবং তার অ্যাকাউন্ট থেকে ৩০.৪৪ টাকা (২৫ টাকা + ভ্যাট + এসডি + এসসি) স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে

বোনাস প্রেরণ করার পর গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে

গ্রাহক কতবার অফারটি নিয়েছেন, তা জানতে “Check GPPHONE” (কেস সেনসিটিভ না) লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে

একটি আইএমআইই শুধুমাত্র একটি এমএসআইএসডিএন নম্বরের সাথে ট্যাগড হতে পারে। তাই অফারটি পাওয়ার ক্ষেত্রে একই ইএমইআই-এ একাধিক এমএসআইএসডিএন ব্যবহার করা যাবে না।

অন্য সকল ট্যারিফ, পালস ইত্যাদি প্রোডাক্ট ও ফিচার অনুসারে আগের মতই থাকবে

একই গ্রাহক একাধিকবার ট্যাগিং করলে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ প্রযোজ্য করা হবে

অব্যবহৃত ডাটা বোনাস পরবর্তী বোনাসের সাথে যোগ করা হবে

গ্রাহক অফারটি পরবর্তী এক মাসে ১২বার চাইলে নিতে পারবেন। সর্বোচ্চ সময়সীমা ১০ মাস

মাইগ্রেট হলে ভলিউম যোগ করা হবে বর্তমান প্যাকেজ ভলিউমের সাথে

হ্যান্ডসেটগুলোর নিজ নিজ সার্ভিস সেন্টার থেকে গ্রাহকগণ হ্যান্ডসেট সম্পর্কিত সার্ভিস পাবেন

৫% সম্পূরক শুল্ক (এসডি) + সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য + মূল ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 1023