MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনার বিকিনি রোমান্স

In সিনেমা জগৎ - Aug 01 at 1:25pm
সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনার বিকিনি রোমান্স

করণ জোহরের ধর্ম প্রোডাকশনের আসন্ন ছবি ‘বার বার দেখো’-তে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির আইটেম গান ‘কালা চশমা’। গানে কালো চশমা পরে এরমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন ক্যাট-সিদ্ধার্থ। এবার তাদের একসঙ্গে পানিতে রোমান্স করতে দেখা গেল। সম্প্রতি সিনেমার একটি স্টিল ছবি প্রকাশিত হয়েছে। সেখানে সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনাকে বিকিনিতে রোমান্স করতে দেখা গেছে।


ছবিতে দেখা গেছে, পানির মধ্যে রোম্যান্টিক মুডে ক্যাট-সিদ্ধার্থ। নীল পানিতে কমলা রঙের বিকিনি পরে সিদ্ধার্থের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল ক্যাটরিনাকে। টুইটারে সেই ছবি পোস্ট করলেন করণ জোহর। ক্যাপশন লিখেছেন, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির ট্রেলার।

উল্লেখ্য, এর আগে ‘কালা চশমা’ গানে অনবদ্য ছিলেন দু’জনেই। তাদের অনস্ক্রিন রোমান্স ইতিমধ্যেই কেড়েছে দর্শক মন। ইউটিউবে এই গানের ভিউয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১০ মিলিয়নের বেশি।

তথ্যসূত্রঃ প্রিয়.কম

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5409
Post Views 390