MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সুযোগের অপেক্ষায় বিজয়

In ক্রিকেট দুনিয়া - Jul 31 at 10:12pm
সুযোগের অপেক্ষায় বিজয়

কাঁধের ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ার পর দুই ম্যাচের জন্য জাতীয় দলে খেলার সুযোগ হয়েছিল এনামুল হক বিজয়ের। কিন্তু ওই দুই ম্যাচ খেলে টিম ম্যানেজম্যান্টের ‘চক্ষুশূল’ হয়ে যান বিজয়।

এখনো জাতীয় দলে ফিরতে লড়াই করছেন ডানহাতি এই ওপেনার ব্যাটসম্যান। কিন্তু তার পজিশনে একাধিক প্রতিযোগী, যারা ফর্মে আছেন এবং জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। তাদের টপকে জাতীয় দলে ঢোকা অনেক কঠিন। এই বাস্তবতা মেনে নিয়েছেন বিজয়।

রোববার সাংবাদিকদের বিজয় বলেন, ‘এখন জাতীয় দলে অনেক প্রতিযোগিতা। বিশেষ করে টপ অর্ডারে। সবাই পারফর্ম করছে, এটা অনেক ভালো ব্যাপার। চেষ্টা করেছি প্রিমিয়ার লিগে ভালো খেলার। যতটুকু খেলেছি ভালো হয়েছে। যদি সুযোগ আসে (জাতীয় দলে) অবশ্যই ভালো কিছু করব। তবে পথটা অনেক কঠিন। আমি তিন ফরম্যাটের জন্যই নিজেকে প্রস্তুত রেখেছি।’

বিজয় আরো বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। এটা এমন না যে আজকে পরিশ্রম করেছি কালই সফল হব। কিন্তু কাল সুযোগ আসবে এরপর পরশু ভালো খেলব। দীর্ঘমেয়াদী চিন্তা করছি। সবাই যেভাবে পারফর্ম করছে সেভাবেই পারফর্ম করুক। যদি কখনো সুযোগ আসে তাহলে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সুযোগের অপেক্ষায় আছি।’

ফিটনেস নিয়ে কন্ডিশনিং ক্যাম্পে কাজ করার পাশাপাশি ব্যক্তিগতভাবেও ব্যাটিং অনুশীলন করছেন বিজয়। প্রতিদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করছেন। বাসায় হোমওয়ার্ক করছেন নিয়মিত, যেগুলো তাকে সামনে এগিয়ে নিতে মনযোগী করছে।

ব্যক্তিগতভাবে কাজ করার পাশাপাশি দলের অধিনায়ক, সিনিয়ার ক্রিকেটার ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুপ্রেরণা পাচ্ছেন বিজয়।

বিজয় বলেন, ‘সব সময় মাশরাফি ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই ও হাথুরুসিংহের সঙ্গে কথা হয়। সবাই আমাকে বলেছে, “তোমার জায়গায় তোমার অবস্থান। তুমি ঠিকই আছো। তোমার জায়গায় যারা খেলছে তারা পারফর্ম করছে, ভালো করছে বলে তুমি নেই। তোমার জায়গায় তুমি ঠিক আছো। যখন সুযোগ আসবে চেষ্টা করবে ভালো কিছু খেলার জন্য”।’

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5380
Post Views 301