MysmsBD.ComLogin Sign Up

শ্রীদেবী-রাজেশ খান্নার যৌন ইঙ্গিতের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতে

In বিবিধ বিনোদন - Jul 31 at 6:35pm
শ্রীদেবী-রাজেশ খান্নার যৌন ইঙ্গিতের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতে

১৯৮০’র সময়টা বলিউডে খুব একটা সুবিধের নয়। একের পর এক তৈরি হচ্ছে ছবি। আর তার গানে, সংলাপে যৌন ইঙ্গিতওয়ালা দ্ব্যর্থক কথার ছড়াছড়ি। কখনও কখনও যা ছাড়িয়ে গিয়েছে শালীনতার সীমা!

সেরকমই এক কথোপকথন এবার ভাইরাল হল ইন্টারনেটের দুনিয়ায়। ছবির নাম ‘মকসদ’। ১৯৮৪ সালে যে ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল রাজেশ খান্না এবং শ্রীদেবীকে।

ভিডিওয় দেখা যাচ্ছে সকালবেলার দৃশ্য। বাগানে টি-টেবিলে বসে আছেন নায়ক-নায়িকা। চাকর এল এবং যথেষ্ট অশালীন হাবে-ভাবে, ভাষায় জানিয়ে গেল চা নিয়ে আসার কথা।

দেখা গেল, চাকরের কথা শুনে খুবই অবাক হয়েছেন নায়িকা। নায়কের কাছে জানতে চাইছেন তিনি, ঠিক কী বলে গেল ওই চাকরটি!

নায়ক প্রাঞ্জল করে বুঝিয়েও দিলেন ব্যাপারটা।

আর, তার পরেই কথোপকথনে শালীনতা বলে কিছু রইল না। নায়িকা নানা ধাঁধা জিজ্ঞেস করতে থাকলেন নায়ককে।

যেমন, ”আমি কাঁদতেই থাকলাম আর ও ঢেলেই গেল!” ”পিষে ফেলল, আমায় ঠুকে দিল!” ”আমি আমারটা দেখতে পাচ্ছি না। কিন্তু, তুমি নিজেরটাও দেখতে পাচ্ছো, আমারটাও!”

এখানেই শেষ নয়। শ্রীদেবী আর রাজেশ খান্নার এই কথোপকথনে অশালীনতার উদাহরণ আছে আরও!

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7103
Post Views 636