MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কোহলিদের জন্য দুঃসংবাদ

In ক্রিকেট দুনিয়া - Jul 30 at 1:49pm
কোহলিদের জন্য দুঃসংবাদ

বৃদ্ধাঙ্গুলির ইনজুরির কারণে আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকাতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না ভারতের ওপেনিং ব্যাটসম্যান মুরালি বিজয়। এন্টিগাতে প্রথম টেস্টে ইনজুরিতে পড়া ডানহাতি এই ব্যাটসম্যান পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় খেলছেন না বলে জানা গেছে।

তার স্থানে কেএল রাহুলকে দলভূক্ত করা হয়েছে। শিখর ধাওয়ানের সাথে ইনিংস শুরু করায় তারই সম্ভাবনা বেশী। প্রথম টেস্টে শ্যানন গ্যাব্রিয়েলের বলে আঙ্গুলে আঘাত পান ৩২ বছর বয়সী বিজয়। এই আঘাতের পরেই বেশ অস্বস্তিতে পড়েন বিজয়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তাকে আর ফিল্ডিংয়ে দেখা যায়নি। ভারত ইনিংস ও ৯২ রানে জয়ী হওয়ায় দ্বিতীয় ইনিংসে অবশ্য আর তাকে ব্যাট হাতে নামতে হয়নি।

জ্যামাইকা টেস্টের আগে নেটেও বেশ অল্পই অনুশীলন করেছেন মুরালি। এ সম্পর্কে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে মুরালি আর খেলতে পারছেন না। সে এমন একজন খেলোয়াড় যার কাছ থেকে দল সবসময়ই উপকৃত হয়।

যদিও কেএল রাহুলকে পুনরায় দলে পেয়ে দারুণ খুশী কোহলি। অধিনায়ক হিসেবে শক্তিশালী একটি স্কোয়াড পাওয়া ভাগ্যের ব্যাপার বলেই কোহলি মন্তব্য করেছে।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5374
Post Views 412