MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

“কেলোর কীর্তি” প্রদর্শনের প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্রকর্মীরা

In সিনেমা জগৎ - Jul 29 at 10:22pm
“কেলোর কীর্তি” প্রদর্শনের প্রতিবাদে রাস্তায় চলচ্চিত্রকর্মীরা

বাংলাদেশের সিনেমাহলে ভারতীয় চলচ্চিত্র “কেলোর কীর্তি” প্রদর্শনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন চলচ্চিত্রকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার বেলা ১১টায় বিএফডিসিতে একত্রিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্য পরিষদের ব্যানারে প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, ওমর সানী, জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, দেলোয়ার জাহান ঝন্টু, আমজাদ হোসেনসহ আরো অনেকে। এ ছাড়া চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ভারতীয় ছবি আমদানি ও প্রদর্শনের প্রতিবাদে ঢাকার বিভিন্ন সিনেমা হলের সামনে বিক্ষোভ করার কথা থাকলেও তা করেননি চলচ্চিত্রকর্মীর।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান জানান “সিনেমা হলের সামনে বিক্ষোভ করতে গেলে কর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আমরা চাই না, আমাদের প্রতিবাদের জন্য সিনেমা হলের কোনো ক্ষতি হোক। তাই আমরা শান্তিপূর্ণ উপায়ে ভারতীয় ছবি আমদানি ও প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কর্মসূচি এখানেই থেমে থাকবে না। এটা অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচি ঠিক হবে শনিবার। আমরা আবার এফডিসিতে বৈঠকে বসতে যাচ্ছি।”

কলকাতার ছবি “কেলোর কীর্তি” সারা দেশের ৭০টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। ছবিটি বাংলাদেশে প্রদর্শনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ গত ২৪ জুলাই স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ছবিটি মুক্তির পথে আর কোন বাধা থাকেনি। ছবিটির আমদানিকারক আরাধনা এন্টারপ্রাইজ লিমিটেড।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 546