MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মিসবাহর অধিনায়কত্ব নিয়ে যা বললেন ইনজামাম

In ক্রিকেট দুনিয়া - Jul 29 at 4:39pm
মিসবাহর অধিনায়কত্ব নিয়ে যা বললেন ইনজামাম

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক টেস্ট দলের অধিনায়ক পদে মিসবাহ উল হককে বহাল রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।

পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ৪২ বছর বয়স্ক মিসবাহ এর আগে জানিয়েছিলেন, ২০১৫ সালে তিনি অবসর নিতে চান। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে তিনি ২০১৬ সাল পর্যন্ত নেতৃত্ব দিতে রাজি হন। চলমান ইংল্যান্ড সিরিজ ছাড়াও তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলবেন।

পাকিস্তানের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইনজামাম বলেন, বয়স কোনো ব্যাপার নয়। কোনো খেলোয়াড় ফিট থাকলে তার খেলে যাওয়া উচিত।

তিনি বলেন, মিসবাহর মতো কেউ যদি পেশাদারিত্বের সাথে খেলে, দলে উদ্দীপনা সৃষ্টি করে, তবে তার খেলে যাওয়া উচিত।
ইনজামাম বলেন, মিসবারহ অভিজ্ঞতা, নেতৃত্ব ও ব্যাটিং দক্ষতা আগামী দিনগুলোতে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হবে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5253
Post Views 199