MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সানি লিওনের ঐতিহাসিক দিন

In সিনেমা জগৎ - Jul 29 at 1:43pm
সানি লিওনের ঐতিহাসিক দিন

পর্ন তারকা নামটি দূর করার জন্য বহু চেষ্টা করলেও এবার বোধয় বলিউডে সত্যিই তা হতে চলেছে। কারণ আসন্ন ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে একটি আইটেম গানে নাচার পর এবার সুপারস্টার সালমান খানের ছোট ভাই আরবাজ খানের সঙ্গে পুরো একটি ছবির শুটিং শুরু করে দিয়েছেন তিনি।

দীর্ঘদিন থেকে বলিউডের কোনো বড় তারকার সাথে অভিনয়ের অপেক্ষায় ছিলেন সানি লিওন। কিন্তু ছবিতে তার নাম শুনলেই নাক ছিঁটকান প্রথম সারির তারকা অভিনেতারা। ক্যামিও কিংবা আইটেম গান ছাড়া কোনো অড় তারকার সাথে অভিনয়ের সুযোগই পাচ্ছিলেন না তিনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাতা ও অভিনেতা আরবাজ খানের সাথে সিনেমা করার ‍সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সানি লিওন।

২৮ জুলাই নিজের সোশাল সাইটে আরবাজ খানের সাথে একটি ছবি পোস্ট করেছেন সানি। আর এইদিনকে সানির ক্যারিয়ারে ঐতিহাসিক দিনই বলা চলে। কারণ এবারই প্রথম কোনো ভালো অভিনেতার সাথে কাজ করতে যাচ্ছেন তিনি।

আরবাজ খান ও সানি লিওন অভিনীত ছবিটির নাম ‘তেরা ইনতেজার’। এই ছবি দিয়েই নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে রাজীব ওয়ালিয়ার।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5457
Post Views 659