MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সিরিজ শেষ ও’কিফের, অস্ট্রেলিয়া দলে হল্যান্ড

In ক্রিকেট দুনিয়া - Jul 29 at 11:46am
সিরিজ শেষ ও’কিফের, অস্ট্রেলিয়া দলে হল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পাল্লেকেলে টেস্টে পাওয়া চোটের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিফ। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকায় আরেক স্পিনার জন হল্যান্ড।

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ফিল্ডিংয়ের সময় বান্ডারিতে একটি বল থামাতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান ও’কিফ। পরে বোলিংয়ে এসে দুই বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন এই বাঁহাতি স্পিনার।

এই টেস্ট শেষ হওয়া পর্যন্ত ক্যান্ডিতেই থাকবেন ও’কিফ। পরে তিনি দেশে ফিরে যাবেন। এই ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগে।

ও’কিফের বদলি হিসেবে দলে আসা হল্যান্ড ৩৮টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ১০৬ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট আছে দুবার।

ভিক্টোরিয়ার হয়ে তিনি গত শেফিল্ড শিল্ডে অবশ্য দুই ম্যাচের বেশি খেলেননি। যদিও দুই ম্যাচেই নেন ১৪ উইকেট। এর মধ্যে এক ইনিংসে পাঁচ উইকেট, বাকিগুলোতে তিনটি করে। গলে দ্বিতীয় টেস্টেই অভিষেক হয়ে যেতে পারে ২৯ বছর বয়সি বাঁহাতি স্পিনারের।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5477
Post Views 152