MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ফেইসবুকের আয়ে প্রত্যাশাও তলানিতে

In ইন্টারনেট দুনিয়া - Jul 29 at 1:10am
ফেইসবুকের আয়ে প্রত্যাশাও তলানিতে

সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছর প্রতিষ্ঠানটির লাভ বেশি হয়েছে ১৮৬ শতাংশ।
২০১৫ সালের এপ্রিল থেকে জুন-এ প্রতিষ্ঠানটির অর্জন ছিল ৭১ কোটি ৯০ লাখ ডলার চলতি বছর এই অংকটা এসে দাড়িঁয়েছে দুইশ' কোটি ডলারে। এক্ষেত্রে বিশ্লেষকদের প্রত্যাশায় এবার ফেইসবুকের মোট আয়ের অংকটা ছিল ৫৮০ কোটি ডলার, জানিয়েছে বিবিসি। কিন্তু প্রতিষ্ঠানটির মোট আয় এই প্রত্যাশাকে ছাড়িয়ে হয়েছে ৬৪০ কোটি ডলার।

আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন প্রতিষ্ঠানপ্রধান মার্ক জাকাররবার্গ। ওই পোস্টে তিনি বলেন, "আমরা মাত্রই আমাদের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করলাম, আর বিশ্বকে সংযুক্ত করতে আমাদের সম্প্রদায়ের উন্নতি নিয়ে খবর জানালাম। আমাদের সম্প্রদায়ে এখন ১৭০ কোটি মানুষ আছে। আমরা প্রতি মাসে মেসেঞ্জারে শতকোটি মানুষ আর ইনস্টাগ্রামে অর্ধশতকোটির মাইলফলক স্পর্শ করেছি।"

"আমরা পৃথিবীর প্রান্তিক এলাকাগুলোয় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আমাদের বানানো সৌরচালিত প্লেন- অ্যাকুইলা সাফল্যের সঙ্গে উড়িয়েছি।"

সেই সঙ্গে ওই পোস্টে তিনি 'বিশ্বকে সংযুক্ত করার ভ্রমণে" সবাইকে অংশ নেওয়ার জন্য ধন্যবাদও জানান।

সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য সাত শতাংশ বেড়ে যায়।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1236
Post Views 66