MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

গৃহশিক্ষকের লালসার শিকার স্কুলছাত্রী!

In দেশের খবর - Jul 28 at 10:03pm
গৃহশিক্ষকের লালসার শিকার স্কুলছাত্রী!

সাতক্ষীরার শ্যামনগরের গৃহশিক্ষকের যৌন লালসার শিকার হয়েছে ৩য় শ্রেণির এক ছাত্রী। আহত অবস্থায় ওই ছাত্রীকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে পালিয়ে গেছে গৃহশিক্ষক রমিজউদ্দিন। রমিজ দাঁতিনাখালি গ্রামের সাইদুর গাজির ছেলে।

শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, সকাল ১০টার দিকে রমিজউদ্দিন তৃতীয় শ্রেণির ওই মেয়েটিকে তার বাড়িতে পড়াতে আসে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। এরপরই রমিজউদ্দিন গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন মেয়েটিকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, মেয়েটির ইনজুরি গুরুতর। তার চিকিৎসা চলছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5485
Post Views 762