MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ঠগে হৃতিককে রিপ্লেস করছেন আমির?

In সিনেমা জগৎ - Jul 28 at 9:52pm
ঠগে হৃতিককে রিপ্লেস করছেন আমির?

আবার হয়তো বলিউডে হতে চলেছে শুদ্ধির পুনরাবৃত্তি। শুদ্ধিতে কাস্ট নিয়ে যেমন সমস্যা হয়েছিল, ঠগেও সম্ভবত তাই হতে চলেছে। এতদিন শোনা যাচ্ছিল ছবির প্রধান ভূমিকায় হৃতিক রোশনের নাম চূড়ান্ত করা হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে হতিককে নাকি রিপ্লেস করেছেন আমির খান।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও একবার ঠগের হিরো বদল হওয়ার কথা উঠেছিল। তখন শোনা গিয়েছিল, হৃতিক যদি ছবিটি থেকে সরে দাঁড়ান, তাহলে তাঁর জায়গায় আসবেন অমিতাভ বচ্চন। কিন্তু সে সব গুজব পরে থেমে যায়। শোনা যায় হৃতিকই থাকবেন ঠগে।

কিন্তু এখন আবার উঠছে আমির খানের নাম। অনেকে বলছেন, ঠগ পরিচালনা করছেন ধূম 3 পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। তাই আমিরের নাম উঠে আসা কিছু আশ্চর্য নয়।

তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5278
Post Views 373