MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

স্বর্ণালংকার ও টাকা চুরি : মামলা করেছেন ঈশিকা

In বিবিধ বিনোদন - Jul 28 at 7:52pm
স্বর্ণালংকার ও টাকা চুরি : মামলা করেছেন ঈশিকা

অভিনেত্রী ঈশিকা খানের বাসায় স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে পালিয়ে যাওয়া গৃকর্মীর বিরুদ্ধে চুরি যাওয়ার ঘটনায় বুধবার পল্লবী থানায় মামলা করেছেন ঈশিকা।

সোমবার রাতে গৃহকর্মী কর্তৃক চায়ের সাথে অতি সংবেদনশীল 'নেশাজাত' দ্রব্য মিশিয়ে খাওয়ানোয় বেশ অসুস্থ হয়ে পড়েন ঈশিকা। এ সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বাসার সবাইকে চা খাওয়ায় তাদের বাসার গৃহকর্মী। সংবেদনশীল সিডেটিভের অতিরিক্ত মাত্রায় সবাই ঘুমিয়ে পড়েন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর বাসায় ফেরার পর যখন গৃহকর্মীর খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তখনই সন্দেহ হয়। এরপর আলমিরা ও অন্যান্য জায়গায় দ্রুত খুঁজে দেখেন সব স্বর্ণালংকার খোয়া গেছে। জানা যায়, ঈশিকার বিয়ের সমস্ত অলংকারই গৃহকর্মী নিয়ে পালিয়েছে। এখানে মোট ৩৮ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা খোয়া গেছে বলে ইশিকা জানান।

ঈশিকা জানান, বুয়ার চাকরির নামে ওই নারী ছিলো একজন চোর। তাই তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা বেবে বলে আমাকে জানিয়েছে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 171