MysmsBD.ComLogin Sign Up

ইসলামী নিয়ম নিয়ে মুখ খুলে হুমকির মুখে ইরফান থান!

In বিবিধ বিনোদন - Jul 28 at 1:29pm
ইসলামী নিয়ম নিয়ে মুখ খুলে হুমকির মুখে ইরফান থান!

তিনি নিজে একজন মুসলিম। কিন্তু মুসলিমদের আচার আচরণ নিয়েই প্রশ্ন তুলেছিলেন সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে। আর তার জেরে এ বার হুমকি পেলেন বলিউড অভিনেতা ইরফান খান। বিভিন্ন সংগঠন থেকে নাকি ক্রমাগত হুমকি পাচ্ছেন তিনি!

কয়েক দিন আগে একটি বেসরকারী টেলিভিশনের আলোচনায় ইরফান খান বলেন, ‘রমজান মাসে রোজা করার চেয়ে আমাদের অনেক বেশি দরকার আত্মসংযম করা। কুরবানির নামে পশু হত্যাও ঠিক নয়। আর মহরমকে তো আমরা মুসলিমরা হাস্যকর করে ফেলেছি। এখন মহরম বলতে মানুষ শুধু শোভাযাত্রা বোঝেন।’

ইরফানের এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। তবে এত দিন প্রকাশ্যে হুমকি শুনতে হয়নি তাকে। এবার প্রকাশ্যে হুমকি শুনতে হলো তাকে। তবে এসব বিষয়ে আপাতত ভাবছেন এই অভিনেতা।

Googleplus Pint
Noyon Khan
Posts 3282
Post Views 205