MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সর্বোচ্চ আয়ের ক্রিকেটার হাফিজ

In ক্রিকেট দুনিয়া - Jul 28 at 10:10am
সর্বোচ্চ আয়ের ক্রিকেটার হাফিজ

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে ২০১৫-১৬ মৌসুমে সর্বাধিক আয়ের ক্রিকেটার হলেন ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে পাকিস্তানের ক্রিকেটারদের আয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকা অনুযায়ী সবার উপরে আছেন হাফিজ।

২০১৫-১৬ মৌসুমে হাফিজের আয় ৩৯ মিলিয়ন রুপি। ক্রিকেটারদের আয়ের এই তালিকা অনুযায়ী, সব ফরম্যাট মিলিয়ে বর্তমান ক্রিকেটারদের মধ্যে ৪৬ জনকে প্রায় ৫৫০ মিলিয়ন রুপি দেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও বোর্ড থেকে। গেল মৌসুমে পাকিস্তান ক্রিকেট সব থেকে বেশি আয়ের বছর কাটিয়েছে।

হাফিজের পরেই আছেন সরফরাজ আহমেদ। তার আয় হয়েছে ৩৩ মিলিয়ন রুপি। তারকা ক্রিকেটার ও অলরাউন্ডার শহিদ আফ্রিদির আয় ১৮ মিলিয়ন রুপি।

আয়ের তালিকায় তৃতীয়তে আছেন, ওয়ানডে অধিনায়ক আজহার আলি (৩০ মিলিয়ন)। চার ও পাঁচে আছেন যথাক্রমে ইউনুস খান (২৪ মিলিয়ন) ও মিসবাহ উল হক ৯(২৪ মিলিয়ন)।

তবে এসব ক্রিকেটারদে মধ্যে অনেকেই কর সংক্রান্ত ঝামেলায় আছেন। গেল দু’বছরে পিসিবি ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন বাড়িয়েছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5253
Post Views 401